কাশ্মীরে গিয়ে সোপিয়ানের রাস্তায় ঘুরে বেড়ালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার তিনি কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। তাঁদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া-দাওয়াও সেরেছেন তিনি। উল্লেখ্য, ৩৭০ ধারা প্রত্যাহারের পর বিরোধীদের সব থেকে বড় প্রশ্ন ছিল, কাশ্মীরিদের বন্দী করে কী ভাবে বোঝানো হবে যে এই সিদ্ধান্ত তাদের ভালোর জন্য? আর আজ থেকেই সেই কাজেই নেমে পড়লেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
প্রসঙ্গত, মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ফলে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেছেন ডোভাল। কেন্দ্রের নয়া সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষকে আগামী দিনে যাতে সমস্যার মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য । আর সেই লক্ষ্য পূরণ করতেই রাস্তায় নেমে জনসংযোগ করলেন অজিত ডোভাল। রাস্তায় নেমে জনসংযোগ করার মাধ্যমে সরকার এবং জম্মু ও কাশ্মীরের মানুষের বন্ধন দৃঢ় করার পথে এগোচ্ছেন ডোভাল।
এদিকে আজ স্থানীয়দের সঙ্গে জনসংযোগের আগে DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গেও দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখেন অজিত ডোভাল।
Be the first to comment