উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখলেন অজিত ডোভাল

Spread the love

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার রাতে প্রথমে তিনি সেলামপুরে উত্তর-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার বেদ প্রকাশ সূর্যর অফিসে যান। সঙ্গে ছিলেন দিল্লির পুলিশ প্রধান অমূল্য পটনায়েক। ছিলেন দিল্লি পুলিশের নবনিযুক্ত বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) এস এন শ্রীবাস্তব। সেখানে শহরজুড়ে ঘটে চলা হিংসার ঘটনার খোঁজ নেন অজিত ডোভাল। হিংসা নিয়ন্ত্রণে কীরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কত সংখ্যক পুলিশকর্মী নিযুক্ত করা হয়েছে বা ওইসব এলাকায় কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে- এসব বিষয়ে পুলিশ আধিকারিকদের কাছে খোঁজ নেন NSA।

পরে ঘটনাস্থল পরিদর্শনের বেরিয়ে যান। পুলিশ আধিকারিকদের নিয়ে একে একে সেলামপুর, জাফরাবাদ, মৌজপুর এবং গোকুলপুরি চক ঘুরে দেখেন। প্রসঙ্গত, গত দু’দিন ধরে CAA বিরোধী আন্দোলনের জেরে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে । জখম ২০০ জন। গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দিল্লির পরিস্থিতি এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সব নেতাকে দিল্লির পরিস্থিতি নিয়ে কোনও প্ররোচনামূলক মন্তব্য করতে বারণ করেছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন তিনি।

দিল্লির পুলিশ কমিশনার (ক্রাইম) সতীশ গোলচা জানান, জাফরাবাদ মেট্রো স্টেশন ও মৌজপুর চক থেকে প্রতিবাদীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে উত্তর-পূর্ব দিল্লি থেকে গাজিয়াবাদগামী সব রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। হিংসা কবলিত এলাকায় আজ সব স্কুল বন্ধ থাকবে। একথা গতকালই জানিয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*