অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের

Spread the love

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডোভালের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ক্যাপ্টেন। কিন্তু কেন এই সাক্ষাৎ? তা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

গত মঙ্গলবার পঞ্জাব থেকে নয়াদিল্লি আসেন ক্যাপ্টেন৷ বুধবার তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ সেই বৈঠকে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কৃষি আইন নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দেন। কৃষি আইন বাতিলেরও দাবিও জানান। বৈঠকের পর টুইট করে তিনি এই কথা জানান।

যদিও রাজনৈতিক মহলের খবর যে পঞ্জাবের ক্যাপ্টেন খুব শীঘ্রই কংগ্রেস পাকাপাকি ভাবে ছেড়ে যোগ দেবেন গেরুয়া শিবিরে। তার আগে তিনি রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সাক্ষাৎকার সেরে ওয়ার্ম আপ করছেন। তিনি অবশ্য পুরোটাই অস্বীকার করছেন আগাগোড়া৷ তবে এই সফরেই তিনি ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গেও বৈঠক করতে পারেন বলে খবর, দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তাই তাঁর প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের৷

পঞ্জাবে আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট৷ সেই নির্বাচনের আগে কংগ্রেসে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে৷ রাজ্যের ভোটে দলের অন্দরের ক্ষোভ সামলাতে গত জুলাইয়ে নভজ্যোত সিং সিধুকে সভাপতি করেছিল রাহুল-সোনিয়ারা কিন্তু তাতে ফল উল্টো হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*