আসন্ন নির্বাচন নিয়ে প্রবল আত্মবিশ্বাসী তিনি। বহুজন সমাজবাদী পার্টি ও বামপন্থী দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন তিনি ও তারপরেই তিনি জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনের পরে মায়াবতীই হতে চলেছে প্রধানমন্ত্রী । এমনই জানিয়েছেন ছত্তীশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। বিধানসভা নির্বাচনের পরে তিনিই পুনরায় মুখ্যমন্ত্রী হবেন তা নিয়েও বেশ আশাবাদী যোগী।
কংগ্রেস বা বিজেপি ব্যতীত কোনও দলীয় নেতারই প্রধানমন্ত্রীর পদ সামলানো উচিৎ । প্রধানমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত না নেওয়া হলেও উত্তরপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতীই এই পদ সামলানোর যোগ্যতা রাখেন । একজন দলিত সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণেও সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি, মন্তব্য করেছেন যোগী।
২০১৬ সালে কংগ্রেস ত্যাগ করেন যোগী ও তার কিছু সপ্তাহ পরেই ছত্তীশগড় জনতা কংগ্রেস নামক নিজের দল গঠন করেন । বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মেলায়নি বিএসপি ফলে বাড়তি চাপে রয়েছে কংগ্রেস ।বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে মায়াবতী-যোগী বিরোধী জোট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে । জাতীয় দলগুলির ভূমিকা হতাশাজনক ও সাধারণ মানুষও ক্ষুব্ধ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগী।
Be the first to comment