কোমায় চলে গেলেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত জোগী

Spread the love

শনিবার তাঁকে রায়পুরের নারায়না হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকারই ডাক্তার জানালেন, কোমায় চলে গিয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোগী। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরই জ্ঞান ফেরানোর জন্য বিশেষ ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অজিত জোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের তরফে জানানো হয়েছিল, পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শনিবারের মেডিক্যাল বুলেটিন থেকেই জানা গিয়েছিল, আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে অজিত জোগীকে। কারণ তখন তাঁকে নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। ডাক্তারদের কথায় তাঁর স্বাস্থ্যের অবস্থা রীতিমতো ‘সংকটজনক’ ছিলই। রবিবার সকালে ডাক্তাররা জানিয়ে দিলেন, কোমায় চলে গিয়েছেন ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুত্র অমিত জোগীও জানিয়েছিলেন, তাঁর বাবার স্বাস্থ্যের অবস্থা খুবই উদ্বেগজনক।

ছত্তিশগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী হন অজিত জোগী। পৃথক রাজ্য হিসেবে ঘোষিত হওয়ার পর ২০০০ সাল থেকে ২০০৩ সাল অবধি ছত্তিশগঢ়ের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৬ সালে ছত্তিশগঢ়ের উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে গোলযোগ বাঁধে অজিত জোগী এবং পুত্র অমিতের। তারপরই কংগ্রেস ছেড়ে জনতা কংগ্রেস ছত্তিশগঢ় দলের প্রতিষ্ঠা করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*