বেগম আখতার
জন্মদিন : ৭ অক্টোবর ১৯১৪, স্থান- ফৈজাবাদ, উত্তরপ্রদেশ
আখতারি-বাই-ফৈজাবাদী ওরফে বেগম আখতার বলতেই আমাদের কানে বাজে ‘জোছনা করেছে আড়ি’। আখতারি বাই গজল, দাদরা, ঠুংরি, হিন্দুস্থানী ক্ল্যাসিক্যাল মিউজিকে ছিলেন পারদর্শী। ১৯২৯-১৯৭৪ পর্যন্ত তিনি ছিলেন প্রতিভার মধ্যগগনে। তাঁর রাগাশ্রয়ী গানে শ্রোতাকে মোহিত করেছিলেন তিনি। তাই তো ‘কুইন অব গজল’ বলা হয় তাঁকে। তাঁর কৃতিত্বের সাক্ষর হিসেবে বহু পুরস্কারও এসেছে তাঁর ঝুলিতে। তিনি পেয়েছেন সংগীত-নাটক আকাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ-সহ আরও বহু পুরস্কার। ওস্তাদ ইমদাদ খান, আলা মহম্মদ খান প্রমুখের ছাত্রী ছিলেন তিনি। পরবর্তীকালে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় এসে ওস্তাদ মহম্মদ খান, আবদুল ওয়াহিদ খানের কাছে তালিম নেন। ১৫ বছর বয়সে প্রথম জনসমক্ষে গান গান। সরোজিনী নাইডু তাঁর গান শুনে বিশেষ প্রীত হন। অবশ্য দেশে-বিদেশে বহু গুণগ্রাহী ছিলেন, আছেন, থাকবেন। ১৯৪৫ সালে তাঁর বিয়ে হয়। বিয়ের পর আখতারি বাই হয়ে যান বেগম আখতার। তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ও করেন। ৩০ অক্টোবর ১৯৭৪ বেগম আখতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর জন্মদিনে রোজদিনের তরফ থেকে জানাই শ্রদ্ধা।
ভ্লাদিমির পুতিন
জন্মদিন : ৭ অক্টোবর ১৯৫২, স্থান- লেনিনগ্রাদ, সোভিয়েত ইউনিয়ন
বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে ল পাশ করেন। এরপর কেজিবি-র ফরেন ইন্টেলেজিয়েন্স অফিসার হিসেবে ১৬ বছর কাজ করেন। এখানেই লেফটেন্যান্ট কলোনেল হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। এরপর সরাসরি রাজনীতিতে আসেন। মস্কো এসে ১৯৯৬ তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইলেয়ৎসিন-এর প্রশাসনে যোগ দেন। খুব তাড়াতাড়ি তাঁর জীবনে উত্থান হয়। তিনি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর অ্যাক্টিং প্রেসিডেন্ট হন। এই সময় ইলেয়ৎসিন পদত্যাগ করেন। পুতিনের আমলে রাশিয়ার অর্থনীতি উল্লেখযোগভাবে বৃদ্ধি হয়েছে।
Be the first to comment