Astrologer:- শংখশিষ সরকার (Sankhasis Sarkar)
(জ্যোতিষ-আচার্য)
মেষ – ভীতি, সন্তানের কারনে উদ্বেগ বৃদ্ধি। ক্ষয়ক্ষতির আশঙ্কা।
বৃষ – সংকটমুক্তি। বিশেষ কাজে সফলতা, শত্রুহানী।
মিথুন – রাজনীতির সাথে যুক্ত ব্যাক্তির বিশেষ সাফল্য। বিদ্যায় শুভফল।
কর্কট – অন্ত্র সম্পর্কিত রোগে কষ্টভোগ। উদ্বেগ ও পরাজয়।
সিংহ – উদ্দেশ্যমূলক ভ্রমন। বকেয়া টাকা ফেরত।
কন্যা – রক্তচাপ বৃদ্ধ, সহসা বিপদ। কোন খারাপ খবর।
তুলা – বিদ্যায় বিশেষ সুযোগ। কর্মক্ষেত্রে প্রশংসালোভ।
বৃশ্চিক – ভোগবিলাস, বিদেশী দ্রব্যলাভ।মানসিক আনন্দ।
ধনু – দাম্পত্য সমস্যা, অন্যের উপকার করে বিড়ম্বনা।
মকর – মধুমেয় রোগের প্রকোপ। আত্মীয় বিরোধিতা।
কুম্ভ – মামলায় অনুকূল ফল। স্বজন বান্ধবের উপস্থিতি।
মীন – দূর্ঘটনা ও রক্তপাত, ভ্রমনের পরিকল্পনা বাঞ্চাল হতে পারে।
Be the first to comment