পাকিস্তানের তারকা খেলোয়াড় সৈয়দ আজমল সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আজমরের অভিষেক হয়েছিল ২০০৮ সালে ৩১ বছর বয়সে। এই অফস্পিনার ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ উইকেট নিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ জেতান। পাকিস্তানের হয়ে সব ধরনের ফরম্যাটে ৪৪৭ উইকেট নেন ৪০ বছর বয়সী এই পাকিস্তানি স্পিনার।
২০১৫ সালের ২৪ এপ্রিল মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের একমাত্র টি-২০ ম্যাচই আজমলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭ উইকেটে পরাজিত হওয়া সেই ম্যাচে ৩.২ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন আজমল।
২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন আজমল। অ্যাকশন শুধরে ২২ গজে ফিরলেও বোলিংয়ে পুরনো ধার হারিয়ে ফেলেন তিনি।
Be the first to comment