অয্যোধ্যা মামলার শুনানি কবে তা সোমবারও স্পষ্ট হলো না; পড়ুন বিস্তারিত!

Spread the love
 বিজেপি চেয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব অয্যোধ্যা মামলার শুনানি শেষ হোক । কিন্তু শুনানি কবে শুরু হবে, তাও স্পষ্ট হল না সোমবার । এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে বিষয়টি ওঠে। সেখানে জানানো হয়, শুনানি শুরু হবে ২০১৯ সালের জানুয়ারি মাসে । সেজন্য নতুন বেঞ্চ গঠিত হতে পারে।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অয্যোধ্যার বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করে একভাগ রামলালা, একভাগ নির্মোহী আখড়া ও একভাগ সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে ভাগ করে দিতে হবে । তার পরেই  সুপ্রিম কোর্টে একাধিক সংগঠন ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানায় ।
এদিন প্রধান বিচারপতির এজলাসে আবেদন ওঠার চার মিনিটের মধ্যে তিনি রায় দেন, কবে শুনানি শুরু করা যেতে পারে, স্থির হবে জানুয়ারিতে ।
বিজেপি চেয়েছিল, এই মামলার রায় ২০১৯ সালের ভোটের আগে হোক । রায় যে পক্ষেই যাক না কেন, তারা হিন্দু ভাবাবেগ জাগিয়ে তুলতে পারত । সেজন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরও কয়েকজন বিজেপি নেতা দাবি করেছিলেন, দ্রুত শুনানি করতে হবে । এমনও বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় যেন হিন্দু ভাবাবেগের কথা খেয়াল রাখে । কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় রাজনৈতিকভাবে বিজেপি বিপাকে পড়বে বলে পর্যবেক্ষকদের ধারণা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*