১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি। বুধবার একথাই স্পষ্ট জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ আরও জানায়, যদি পিটিশনাররা চায়, তাহলে মন্দির-মসজিদ সংক্রান্ত জট, মধ্যস্থতার মাধ্যমে মেটাতে পারে। টানা ২৬ দিন ধরে অযোধ্যা সংক্রান্ত মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্ট আজ জানায়, রোজই এই মামলার শুনানি চলবে। এরমধ্যে যদি পিটিশনাররা চায়, তাহলে মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে জট কাটাতে পারে । ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগেই এই রায় দেওয়া হবে বলে জানা গেছে।
পিটিশনারদের সওয়াল জবাব শেষ করার জন্য কতটা সময় প্রয়োজন তার সূচিও জমা দিতে বলা হয়েছিলো ৷ শীর্ষ আদালত তাঁদের ওই রিপোর্ট খতিয়ে দেখার পর জানায়, আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। প্রধান বিচারপতি বলেন, আসুন আমরা ১৮ অক্টোবরের মধ্যে এই শুনানি শেষ করার যৌথ প্রচেষ্টা চালাই ৷
উল্লেখ্য, গত মাসেই সুপ্রিম কোর্ট জানায়, মধ্যস্থতার প্রক্রিয়া অযোধ্যা মামলায় সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে এবং ৬ অগাস্ট থেকে এই মামলার দৈনিক শুনানি চলবে । ৬ মিনিটের এক শুনানিতে একথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
Be the first to comment