সেনার নয়া বুলেটপ্রুফ জ্যাকেট রুখবে AK-47 বুলেট

Spread the love

বিশেষ প্রতিনিধি,

সেনার হাতে নয়া অস্ত্র৷ AK-47 বুলেটকে আটকাতে এবার হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করা হল৷ এই জ্যাকেট তৈরি করল ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বা বার্ক৷ বার্কে পাঁচ গবেষকের দলকে নেতৃত্ব প্রদানকারী কিংশুক দাশগুপ্ত জানিয়েছেন, বর্তমানে যে বুলেটপ্রুফ জ্যাকেটগুলি রয়েছে, তাতে গার্ড হিসেবে সেরামিকের ব্যবহার হয়েছে, তবে, নতুন ধরণের এই জ্যাকেটটি AK-47-এর মতো বুলেটকেও প্রতিহত করতে সক্ষম৷

গবেষকদের মতে, এই জ্যাকেট অনেক বেশি হালকা এবং তা পরিধানও অনেক আরামদায়ক৷ এই জ্যাকেটের আর্মার প্যানেল তৈরিতে সেরামিক এবং পলিমার ব্যবহার করেছে বার্ক, যা AK-47 বুলেটকে আটকাতে পারবে৷ বর্তমানে ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন ১০কেজি, যার প্যানেলে স্টিল ব্যবহৃত হয়েছে৷ কিন্তু জওয়ানদের স্টিলের বুলেট থেকে রক্ষা করতে তা ব্যর্থ বলে মত বার্ক-এর৷ তবে নতুন এই জ্যাকেটের ওজন ৬.৬ কিলো৷ প্রথম সেটের পাঁচটি জ্যাকেট তৈরি সফল না হলেও পরবর্তী ক্ষেত্রে সাফল্য আসে৷ এই জ্যাকেটের ৩০ টি পরীক্ষা হয়েছে৷ তিন ধরণের জ্যাকেট তৈরি করা হয়েছে৷ এগুলির ওজন যথাক্রমে, ৬.৬, ৪ এবং ৩.১ কিলো৷

প্রাথমিকভাবে এগুলির মূল্য ৬০,০০০ এবং ৭০,০০০৷ তবে এগুলি বহুল পরিমামে ব্যবহৃত হলে এর দাম কমিয়ে ৩৫,০০০ এবং ৪০,০০০ টাকা করা যেতে পারে জ্যাকেট প্রতি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*