বেআইনি খাদান ও প্রতারণা মামলায় বুধবার রাঁচিতে একাধিক জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অভিযানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ প্রেম প্রকাশের বাড়ি থেকে এদিন দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে ইডি। হারমু হাউজিংয়ে তাঁর ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ির আলমারিতে দুটি একে-৪৭ রাখা ছিল বলে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডে অবৈধ খাদান থেকে পাওয়া ১০০ কোটি টাকা নিয়ে তদন্ত করছে ইডি। এই মামলায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাজনৈতিক সঙ্গী পঙ্কজ মিশ্র ও মিশ্রের সহকারী বাচ্চু যাদবকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরই ইডির কাছে নতুন কিছু তথ্য আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এদিন অভিযান চালায় ইডি। রাঁচিতে অভিযান চালিয়ে সোরেন ঘনিষ্ঠ প্রেম প্রকাশের বাড়ি থেকে দুটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। এদিন রাইফেল ও বুলেট উদ্ধারের পর সেই বুলেট দিয়ে ইডি অক্ষরটি লেখা হয়। সেই ছবিও প্রকাশ্যে আসে। খুব চেনা চেনা লাগছে না এই ছবিটা! হ্যাঁ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ দেখেছিল কোটি কোটি টাকা থরে থরে সাজিয়ে আগেও ইডি লেখা হয়েছে।
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই একই ভাবে ইডি লেখা হয়েছিল। বেআইনি খাদান মামলায় আর্থিক দুর্নীতি তদন্তের উদ্দেশ্য়ে রাঁচির একাধিক জায়গায় বুধবার অভিযান চালায় ইডি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই তদন্তের সূত্রেই ঝাড়খণ্ড, বিহার, তামিল নাড়ু ও দিল্লি-এনসিআর এর মোট ১৭ থেকে ২০ টি এলাকায় আরও অভিযান চালানো হবে।
প্রসঙ্গত, এই মামলায় জুলাই মাসে প্রথম অভিযান শুরু করে ইডি। গত ৮ জুলাই পঙ্কজ মিশ্র ও তাঁর সহকারীর বিরুদ্ধে অভিযান চালায়। সেই সময় ঝাড়খণ্ডের ১৯ টি জায়গায় অভিযান চালায় ইডি। সেই অভিযানে ৫০ টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ১৩.৩২ কোটি টাকা, ৩০ কোটি টাকার একটি অভ্যন্তরীণ জাহাজ উদ্ধার করেছিল ইডি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, গত মার্চ মাসে মিশ্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দমন আইনে মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল সম্পত্তি নিজের নামে রাখার অভিযোগ উঠেছিল সেই সময়।
Be the first to comment