আকাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল বিজেপি। ইন্দোরের পৌর আধিকারিককে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠানো হল তাঁকে। উল্লেখ্য, গত ২৬ জুন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ইন্দোর। তখনই ইন্দোর-৩ এর বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এক পৌর আধিকারিককে ব্যাট দিয়ে মারধর করেন।
তারপরেই গ্রেপ্তার করা হয় আকাশকে। গত ৩০ জুন জামিন পান আকাশ। আকাশের জেল মুক্তির পর বন্দুক থেকে গুলি ছুড়ে- বাজি ফাটিয়ে রীতিমতো বিজয়োল্লাস মাতেন বিজেপি কর্মীরা। তবে প্রথম থেকেই এই ঘটনায় ছেলের হয়েই ব্যাট ধরতে দেখা গিয়েছিল বিজেপির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়কে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠতম বন্ধু কৈলাসের ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেই শোনা যাচ্ছিল।
আকাশের কীর্তি নিয়ে যখন তোলপাড় শুরু হয়, কংগ্রেস সহ বিরোধীরা যখন মুখ খুলছে তখনই নিজের অবস্থান জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে এক বৈঠকে এই ঘটনার তীব্র সমালোচনা করতে শোনা যায় মোদীকে। মোদী বলেন কার ছেলে এটা না দেখে, এমন ঘটনা যে ঘটাতে পারে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত।
অবশেষে বৃহস্পতিবার আকাশ বিজয়বর্গীয়কে শোকজ নোটিশ পাঠালো দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ।
Be the first to comment