নজরে উত্তরপ্রদেশের ভোট, অখিলেশের দ্বারস্থ মায়াবতীর দলের ৯ বিধায়ক

Spread the love

উত্তরপ্রদেশের রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। খুব শীঘ্রই সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন মায়াবতীর দলের ৯ বিধায়ক। ইতিমধ্যেই সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওই ৯ জন। জল্পনা অনুযায়ী, খুব শীঘ্রই মায়াবতীর হাত ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন তাঁরা। ওই বিধায়কদের বক্তব্য নেত্রী হিসেবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মায়াবতী।

যদিও বহুজন সমাজ পার্টির তরফে দাবি করা হয়েছে, ওই ৯ জন বিধায়ককে দল আগেই সাসপেন্ড করেছে। বস্তুত, গত একবছরে এই নিয়ে মোট ১১ জন বিধায়ককে সাসপেন্ড করল BSP। এদের মধ্যে ৭ জন রাজ্যসভা নির্বাচনের সময়ই দলের হুইপ না মেনে অখিলেশের দলের পক্ষে ভোট দিয়েছেন। অথচ, তাঁদের কারও বিধায়ক পদ বাতিল হয়নি। এই ৯ জন বিধায়কের দলত্যাগের ফলে নিজের রাজ্যেই মায়াবতীর দল কার্যত শক্তিহীন হয়ে গেল। ২০১৭ বিধানসভায় বিএসপি (BSP) মাত্র ১৯টি আসন জিতেছিল। এর মধ্যে ১ টি আসন উপনির্বাচনে হারে তারা। বাকি ১৮ জনের মধ্যেও এক বছরে সাসপেন্ড হয়েছেন ১১ জন। অর্থাৎ যোগীর রাজ্যে বিএসপির বিধায়ক সংখ্যা বাকি রইল মাত্র ৭। 

ভোটের আগে এই ঘটনা অখিলেশ শিবিরের পালে হাওয়া জোগাবে ৷ ২০১৭ সালে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গড়ায় ক্ষমতা হারান অখিলেশ যাদব ৷ মুখ্যমন্ত্রীর আসনে বসেন যোগী আদিত্যনাথ ৷ কাজেই আসন্ন নির্বাচনে বিজেপির প্রতিপক্ষ হিসেবে প্রধান মুখ হয়ে উঠতে চাইছেন অখিলেশ ৷ আপাতত খুবই নড়বড়ে অবস্থা বিএসপি-র ৷ ২০১৯ সালে সপা-বসপা জোট চূড়ান্ত ফ্লপ করার পর থেকেই বহু বিএসপি নেতা যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে ৷ এর উপর আজকের ঘটনা নিঃসন্দেহে চিন্তা আরও বাড়াল বহেনজির ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*