২০১৯ নির্বাচনের পরই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হবেন মোদি , দাবি অখিলেশের

Spread the love
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই সমস্ত ফয়সালা হয়ে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন ৷ দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে নির্বাচনের পরই ক্ষমতাচ্যুত হবেন মোদি ৷ এরপর সেই পদের দায়িত্ব সামলাবেন অন্য কেউ ৷ এমনটাই দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ তবে, কে হবেন প্রধানমন্ত্রী ? সেই বিষয়ে ধোঁয়াশা রেখে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশের কোনও ব্যক্তিই এবার দেশের দায়িত্ব সামলাবেন। আস্থা ভোটের আগে অখিলেশ যাদবের এই ভবিষ্যদ্বানী কিছুটা হলেও শাসক দলকে চাপের মুখে ফেলে দিয়েছে ৷
নোটবন্দি, বেকারত্ব, জিএসটি-র মত একের পর এক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ যার জেরে দেশের মানুষের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ৷ অখিলেশ বলেন, ‘কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ৷ এবার দেশের মানুষ কেন্দ্রের পরিবর্তন চায় ৷ নির্বাচনের পরই সেই পরিবর্তন আসবে ৷ এবার আর মোদি নন ৷ দেশের প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব সামলাবেন এবার অন্য কেউ ৷’
তবে, পরবর্তী প্রধানমন্ত্রীর পদে কি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সমর্থন করবে সমাজবাদী পার্টি ৷ সেই প্রসঙ্গটি ধোঁয়াশা রেখে দিলেন অখিলেশ যাদব।
অখিলেশ আরও বলেন, বিরোধী দলগুলি অর্থাৎ ৪৭টি রাজনৈতিক দল এককাট্টা হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরাচ্ছে ৷ সেক্ষেত্রে ‘মহাগাটবন্ধন’(বিরোধী দলের মহাজোট) কেন ক্ষমতায় আসতে পারবে না ? সমাজবাদী পার্টি ‘মহাগাটবন্ধন’-কে উদ্বুদ্ধ করছে কেন্দ্রের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য ৷ আমরা শুধু সেটা অনুসরণ করছি ৷
মধ্যপ্রদেশে বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট গঠনের ক্ষেত্রে যাদব বলেন, ‘আমরা সমস্ত দলের সঙ্গেই কথা বলছি ৷ মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভাপতি কমল নাথকে আমি সম্মান করি ৷ তবে তাঁর সঙ্গে কি কথা হয়েছে সেটি আমি বলতে পারব না ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*