লোকসভা ভোটে মহাজোট গঠন করতে চলেছেন অখিলেশ যাদব ও মায়াবতী ৷ রফাসূত্র নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে ৷ অবশেষে রফাসূত্র বেরিয়েছে ৷ তবে সেই আনন্দ ফিকে হয়ে গেল সিবিআই-এর তল্লাশির জেরে ৷ অবৈধভাবে বালি খাদান মামলায় আদালতের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই উত্তরপ্রদেশে ও দিল্লির প্রায় ১২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ৷
শুক্রবার সিবিআইয়ের তরফে আইএএস অফিসার বি চন্দ্রকলা-সহ প্রায় অনেক প্রবীণ আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালায় ৷ এ বার সেই মামলায় জড়ালো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ৷ অবৈধভাবে বালি খাদান মামলায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা থতিয়ে দেখতে চায় সিবিআই ৷ সিবিআই-এর তরফে জানা গিয়েছে, জলাও, হামিরপুর, লখনউ, কানপুর-সহ মোট ১৪টি স্থানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে ৷ ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ ৷ সেই সময় রাজ্যের খনি দফতর ছিল তাঁরই অধীনে ৷ সিবিআই আরও জানাচ্ছে , যে সময় এই খননের কাজ হয়েছে সেই সময় এই কাজের উপর নিষেধাজ্ঞা ছিল ৷ তাই মনে মনে করা হচ্ছে, সরকারের চাপের কারণেই সেই খননকার্য হয়েছে ৷
তবে এ ব্যাপারে মায়াবতী বা অখিলেশ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের দলের নেতারা বলতে শুরু করেছেন, প্রতিহিংসার রাজনীতি করছে মোদী সরকার। দু’দলের জোট নিয়ে যেই আলোচনা শুরু হয়েছে তখন সিবিআই জুজু দেখাতে শুরু করেছে। কিন্তু জোট হবেই।
Be the first to comment