অখিলেশের ছেড়ে যাওয়া বাংলোর ক্ষয়ক্ষতি নিয়ে তদন্তের নির্দেশ দিল যোগী সরকার

Spread the love

অখিলেশ যাদবের ছেড়ে যাওয়া বাংলো নিয়ে বিতর্ক বাড়ছেই। এবার আরও একধাপ এগিয়ে বাংলোর ক্ষয়ক্ষতি নিয়ে তদন্তের নির্দেশ দিল যোগী সরকার। বাংলোর আগের অবস্থার সঙ্গে এখনকার অবস্থার ফারাক খাতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্যের আবাসন দফতর। ওই দফতরের অফিসার যোগেশ শুক্লা জানান, আগেকার সমস্ত রেকর্ড এখন খুঁজে বের করা হচ্ছে। যদি কোনও ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মেলে তাহলে ফের নোটিশ পাঠানো হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে।

তবে বাংলো ইস্যু নিয়ে জোর তরজা শুরু হয়েছে সপা ও বিজেপির মধ্যে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্বতন্ত্র দেব অভিযোগ করেন, ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি বাংলো নষ্ট করেছেন অখিলেশ। এটা খুবই দুঃখজনক ঘটনা। এভাবে নিজের নিচু মানসিকতা ও রুচির পরিচয় দিচ্ছেন যাদব। যদিও সপা-র মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তাদের নেতার দুর্নাম করার জন্যই পরিকল্পনা করে এসব করানো হয়েছে। বাংলোর যদি কোনও ক্ষতি হয়েই থাকে, সেটা অখিলেশের বাড়ি ছাড়ার পর। উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে বাংলোর ক্ষতি করে দায় চাপানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*