আজ ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে সভা শেষে ঝাড়গ্রামের সত্যবান পল্লিতে রামকৃষ্ণ মিশনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেন—
তিন-চার জন চেয়েছিল একলব্য মডেল স্কুলটি তাদের দেওয়া হোক। জমি তাদের দেওয়া হোক। যাতে তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এসব চলবে না।
কেউ কেউ রামকৃষ্ণ মিশনকে বদনাম করার চেষ্টা করছে। তিন চার জন্য এই জমি দেওয়া হয়েছে বলে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এদের চক্রান্তে পা দেবেন না। রামকৃষ্ণ মিশন-এর বদনাম করা মানে, মনে রাখবেন আমার গায়ে লাগবে। কোনও ভুল বোঝাবুঝি কেউ না করে সেটা দেখতে হবে। মনে রাখবেন রামকৃষ্ণ মিশন মানুষ তৈরি করেন। আমি চাই এই একলব্য মডেল স্কুলে ছাত্ররা পড়ে আগামী দিনে দেশের নায়ক হয়ে উঠবেন।
দেখুন ভিডিওতে তিনি কি বললেন—
Be the first to comment