গণিতের জন্য নোবেল পেলেন অক্ষয় ভেঙ্কটেশ। ২০১৮ সালে চার জন এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন অক্ষয়। প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সী বিশ্বের সেরা গণিতজ্ঞদের ‘ম্যাথেমেটিক্স প্রেসটিজিয়াস ফিল্ডস মেডেল’-এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। চলতি বছরে নিজের অসামান্য অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় ভেঙ্কটেশ। বছর ছত্রিশের অক্ষয় বর্তমান স্ট্যানফোর্ড বিশ্ববদ্যালয়ের অধ্যাপক। অক্ষয়ের এই সাফল্যে টুইট করে তাঁকে অভিবাদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টুইট করে তিনি লেখেন, “সমগ্র জাতি আপনার জন্য গর্বিত”।
নিউ দিল্লিতে জন্মেছিলেন অক্ষয় ভেঙ্কটেশ। ছোটোবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তারপর সময় যত এগিয়েছে বিস্তারিত হয়েছে তাঁর মেধা। দু’বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থে চলে আসেন অক্ষয়। মাত্র এগারো এবং বারো বছর বয়সেই পদার্থবিজ্ঞান এবং গণিতের অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলেন তিনি। জিতে নিয়েছিলেন মেডেল। ১৩ বছর বয়সে স্কুল শেষ করে পাড়ি দেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। ১৯৯৭ সালে ১৬ বছর বয়সে ফার্স্ট ক্লাস সমেত অক্ষয় পেয়ে যান স্নাতক ডিগ্রি। ২০০২ সালে মাত্র ২০ বছর বয়সেই শেষ করেন নিজের গবেষণার প্রথম ধাপ। মুকুটে যুক্ত হয় পিএইচডি’র নতুন পালক। এরপর ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পোস্ট ডক্টরেট করেন অক্ষয় ভেঙ্কটেশ। আর আজ তিনি বিশ্বের সেরা গণিতজ্ঞদের মধ্যে একজন।
গণিতের বিভিন্ন জটিল বিষয় যেমন- নম্বর থিয়োরি, অ্যারিথমেটিক জিওমেট্রি, টোপোলজি, অটোমরফিক ফর্মস, এরগোডিক থিয়োরি—-এইসবের উপর গবেষণা করেছেন অক্ষয় ভেঙ্কটেশ। অস্ট্রোওয়স্কি প্রাইজ, ইনফোসিস প্রাইজ, সালেম প্রাইজ এবং সাস্ত্রা রামানুজ প্রাইজের মতো পুরস্কারও পেয়েছেন তিনি।
এই বছর রিও-ডি-জেনেরো শহরের ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ম্যাথেমেটিশিয়ানস’-এ অনুষ্ঠিত হবে হবে এই অ্যাওয়ার্ড সেরিমনি। প্রতি চার বছর অন্তর অন্তত দু’জনকে এই সম্মান দেওয়া হয়। অ্যাওয়ার্ডের পাশাপাশি পুরস্কার স্বরূপ জয়ীরা ১৫ হাজার ক্যানাডিয়ান ডলার ক্যাশ প্রাইজও পাবেন। ১৯৩২ সালে এই পুরস্কার চালু করেছিলেন বিখ্যাত ক্যানাডিয়ান গণিতজ্ঞ জন চার্লস ফিল্ডস। ১৯৪২ সালে টরন্টোতে ম্যাথেমেটিকস কংগ্রেসের আয়োজকও ছিলেন এই চার্লস।
Be the first to comment