মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পর পাশাপাশি এবার নতুন দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পরে তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের স্থাপিত তথ্য-প্রযুক্তি সংস্থা ওয়েবেল-এর চেয়ারম্যান হলেন আলাপন।
এর আগে WEBEL-এর চেয়ারম্যান ছিলেন সমর ঝা। তাঁর থেকে দায়িত্ব গেল প্রাক্তন মুখ্যসচিবের হাতে। ২০২১-এ রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার সময় রাজ্যের দাবি মতো তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে দিল্লি। কিন্তু দেখা যায়, রাজ্য়ে নয়, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকে তাঁকে পাঠানো হয়েছে। এক্সটেনশন না নিয়ে অবসর নেন আলাপন। নিজের মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। বরাবর সুনামের সঙ্গে কাজ করেছেন এই দুঁদে IAS অফিসার। এবার তাঁর দায়িত্ব আরও বাড়ানো হল। ওয়েবেল-এর চেয়ারম্যান পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে রাজ্যের সচিবালয়ের তরফ থেকে রাজভবনে পাঠানো হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাতে সম্মতও হন। নবান্ন থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন আলাপন।
responsibility og Alapan has increased
Be the first to comment