টিকার দ্বিতীয় ডোজ দেওয়া রাজ্যের কর্তব্য, কীভাবে মিলবে? জানালেন মুখ্যসচিব

Spread the love

রাজ্যে টিকার আকাল। ফলে যারা প্রথম ডোজ় টিকা নিয়ে ফেলেছেন তাঁদের দ্বিতীয় ডোজ় পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠা মেটাতে চেয়ে এ দিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকেই দ্বিতীয় ডোজ়ের টিকার ব্যবস্থা করা হবে। এটি সরকারের ‘কর্তব্য’ বলেও এ দিন নবান্নে জানান আলাপন। সমস্যার সমাধান করতে রাজ্যের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হবে জানান তিনি।

আলাপন এ দিন বলেই, “যারা প্রথম ডোজ় নিয়েছিলেন তাঁদের দ্বিতীয় ডোজ় দেওয়া সরকারের কর্তব্য। সেই মতো যেসব মানুষ প্রথম ডোজ় বেসরকারি হাসপাতালে পেয়েছিলেন এবং এখন তাদের দরজা বন্ধ থাকায় বিচলিত হয়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকার শীঘ্রই একটি ক্যালেন্ডার প্রকাশ করে দেবে।”

কীভাবে কাজ করবে এই ক্যালেন্ডার? আলাপনের কথায়, “এই ক্যালেন্ডারে জানানো হবে কোন সূচি বা নির্ঘণ্ট অনুযায়ী অপেক্ষমান ব্যক্তিরা নিজেদের দ্বিতীয় ডোজ় পাবেন। আমাদের অনুরোধ, দ্বিতীয় ডোজ় প্রত্যাশীরা অযথা উৎকণ্ঠায় ভুগে হাসপাতালে ভীড় করবেন না। ভ্যাকসিন নেওয়া বার্তা সকলকে সরকারিভাবে, বা সেই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই জানানো হবে।”

এর পাশাপাশি তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালগুলিতে যারা দ্বিতীয় ডোজ়ের অপেক্ষায় রয়েছেন, তাঁদের নাম ও তালিকা নিকটস্থ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। ফলে তাঁরা সেখান থেকেই দ্বিতীয় ডোজ় পেতে পারবেন। আগামী কয়েকদিন দ্বিতীয় ডোজ় দেওয়ার উপরই রাজ্য সরকার বেশি জোর দেবে বলে জানান আলাপন। প্রসঙ্গত, এ দিন কলকাতা বিমানবন্দরে আরও সাড়ে ৭ লক্ষ ডোজ় কোভিশিল্ড এসে পৌঁছেছে। ফলে আগামী কয়েকদিন টিকাকরণে সমস্যা হবে না বলেই আশাবাদী রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*