তপন মল্লিক চৌধুরী –
চারপাশে পাহাড়। তার মাঝখানে কয়েকটি বাড়ি নিয়ে গড়ে ওঠা ছোট একটি গ্রাম; নাম আলবিনেন। আধুনিক সভ্যতার অনেক সুযোগ-সুবিধাই মেলে না সেই গ্রামে। তবে সুইজারল্যান্ডের ওই গ্রাম এখন সে দেশটি সম্পর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এই গ্রামে বাড়ি করলেই মিলছে দুহাত ভর্তি নগদ টাকা! কিছুদিন আগে পর্যন্ত সুইস কাউন্সিল গ্রামটিকে জনসমৃদ্ধ করার চিন্তা-ভাবনা করত। কারণ এই গ্রামের স্থায়ী লোকের সংখ্যা মাত্র দু’শ চল্লিশ জন। সুইস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী কোনো সুইস নাগরিক যদি আলবিনেন গ্রামে বাড়ি করে তবে তাকে সাত হাজার ছ’শো ব্রিটিশ পাউন্ড দেওয়া হত যা ভারতীয় টাকায় প্রায় ষাট লাখ টাকা। প্রায় পতিত আলবিনেনকে জনসমৃদ্ধ করে মূল অর্থনীতির সাথে যোগ করার লক্ষ্যেই কর্তৃপক্ষ এই মোটা অঙ্কের অর্থের প্রলোভন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলবিনেনে বাড়ি করার ব্যাপারে কিছু নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে সুইস কাউন্সিল। অবশ্যই বাড়ি করার জন্য আবেদনকারীকে পঁয়তাল্লিশ বছরের কম বয়সি হতে হবে। তার আলবিনেনে স্থায়ীভাবে বসবাস করার মানসিকতা থাকতে হবে। এছাড়া ওই গ্রামে কমপক্ষে দেড় লাখ পাউণ্ড সমমূল্যের বাড়ি বানাতে হবে বা সম্পদ কিনতে হবে। অনেক শর্তের বেড়াজালে প্রকল্পটি আবদ্ধ থাকলেও অনেকে বাড়ি বানানোর জন্য আগ্রহী হয়ে উঠেছেন। কারণ শহরের বদ্ধ জায়গার চেয়ে খোলামেলা, শান্ত এবং পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা গ্রামটি অনেক বেশি চিত্তাকর্ষক।
Be the first to comment