৩৭০ ধারা রদের প্রস্তাবের জের, স্থল ও বায়ুসেনাকে সদা সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

Spread the love

সোমবারই ৩৭০ ধারা রদের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে আসা হল কাশ্মীর উপত্যকায় ৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের অন্য প্রান্ত থেকে এই বাহিনীকে নিয়ে আসা হয়েছে ৷ উপত্যকায় শান্তি বজায় রাখতে স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ধাপে ধাপে মোট ৩৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গত শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, নাকা, টহলদারি। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ৷ এর বাইরে উপত্যকায় জঙ্গি হানার সতর্কতাও রয়েছে । অমরনাথ যাত্রার পথে উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ও ল্যান্ডমাইন ।

চরম আতঙ্ক-উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন উপত্যকার সাধারণ মানুষ। তার মধ্যেই ৩৭০ ধারা রদ নিয়ে নতুন করে কোনও অশান্তি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*