বিশেষ প্রতিনিধি,
বৃহস্পতিবার ভাঙর আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশ। এই গ্রেফতারির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়৷ এই নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নামতে চলেছে ভাঙড় আন্দোলন সংহতি কমিটি। ৪ জুন এর প্রতিবাদে তারা নামবেন মহানগরের রাজপথে। দুপুর দু’টো থেকে মিছিল শুরু হবে মৌলালী থেকে। শেষ হবে ধর্মতলায় গিয়ে। ভাঙড় আন্দোলন সংহতি কমিটি ও জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি সূত্রে খবর কলকাতার পাশাপাশি বিভিন্ন রাস্তাতেও তারা ধর্না দেবেন। চলবে অবরোধ।
তাঁরা জানিয়েছেন, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তীর অবৈধ গ্রেফতারির বিরুদ্ধে শুক্রবার হাড়োয়া রোড অবরোধ শুরু হবে। বিকেল ৩ টেয় নতুনহাট থেকে শুরু হবে মহামিছিল। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিডের জন্য জমি দেওয়াকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছে।
Be the first to comment