কলকাতা: আলিপুর জিওলজিক্যাল গার্ডেনের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ। খুশির খবর হলো এই যে, এন্ট্রি টিকিট আগামী মাসে অনলাইনে পাওয়া যাবে কারণ চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার টিকিট সিস্টেম অনলাইনের আওতায় আনার পরিকল্পনা করছে। কলকাতা আলিপুর চিড়িয়াখানার বাইরে টিকিট কাউন্টারে লাইনের সারিতে দাঁড়াতে হবে না কারণ নতুন সিস্টেমটি চালু হলে একবার মাউসের ক্লিকেই টিকেট পাওয়া যাবে। অনলাইন টিকিটের ব্যবস্থা কেবলমাত্র দর্শকদের জন্যই উপকারী হবে না এটি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ভিড় পরিচালনা করতেও সাহায্য করবে, বিশেষ করে শীতকালে যখন দর্শকরা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে।
কর্তৃপক্ষের মতে, অনলাইন সিস্টেমের সফ্টওয়্যার টেস্টিং চলছে এবং যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে সিস্টেমটি আগামী মাসের শুরু থেকে চালু করা হবে। নতুন সিস্টেম চালু হওয়ার পরও টিকেটের মূল্য অপরিবর্তিত থাকবে। শিশুদের জন্য এন্ট্রি ফি ১০ টাকা এবং অন্যদের জন্য এটি ৩০ টাকাই স্থির আছে। বর্তমান যে টিকিটটি যেদিনে কাউন্টার থেকে কেনা হয় তা কেবলমাত্র সেইদিনের জন্যই বৈধ হয়। আর অনলাইনে চালু হলে, অনলাইনে কাটা টিকিট নিয়ে যেদিনই চিড়িয়াখানায় উপস্থিত হবে সেইদিনেই গেটে দেখালেই এন্ট্রি নেওয়া হবে। এই টিকিটের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না।
ছবিঃ ফাইল চিত্র
Be the first to comment