জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু আলিপুরদুয়ারে, পরীক্ষার জন্য পাঠানো হল লালারসের নমুনা

Spread the love

জেলায় করোনা রোগের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে একজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল আলিপুরদুয়ারে। তবে ওই মৃত ব্যক্তি কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

রবিবার দুপুর দু’টো নাগাদ জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে কালচিনির লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। উপসর্গ দেখে তাঁকে তপসিখাতায় কোভিড-১৯ এর চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানেই ওই ব্যক্তি মারা যান।

জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘তপসিখাতার হাসপাতালে মাত্র সাড়ে তিন ঘণ্টা ছিলেন উনি। তারপরই মারা যান। আমরা ওঁর লালারসের নমুনা সংগ্রহ করেছি। আগামিকাল টেস্ট হবে। তারপরেই জানা যাবে তাঁর শরীরে কোভিডের সংক্রমণ হয়েছিল কি না?’’

জানা গেছে, এই মুহূর্তে জেলার পুলিস সুপার, আলিপুরদুয়ারের মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবাই ওই হাসপাতালেই রয়েছেন। রবিবার রাতেই সমস্ত রকম নিরাপত্তা নিয়ে ওই ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘মৃতের পরিবারকে বুঝিয়ে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। এরজন্য সবরকম সতর্কতা অবলম্বন করেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*