(প্রতীকী ছবি)
বউভাতের সব জোগাড় সারা। রান্নাবান্নাও প্রায় শেষ। নিমন্ত্রিতরাও কেউ কেউ আসতে শুরু করেছেন। কিন্তু, শেষ হল না অনুষ্ঠান। নববধূ প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বউভাতের অনুষ্ঠান বন্ধ করলেন জেলা প্রকল্প আধিকারিক রিচার্ড লেপচা ও পুলিশ। ঘটনাটি আলিপুরদুয়ারের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। ন’জনকে পুলিশ প্রথমে আটক করে। যদিও পরে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যায় পাত্রপক্ষের লোকেরা।
পাত্রের বয়স ১৯ ও পাত্রীর বয়স ১৪। কারোরই বিয়ের বয়স হয়নি। দু’জন দিন দুই আগে কোচবিহারের একটি মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করে। জানাজানি হতে দুই পরিবারের লোকেরা বিয়ের ব্যবস্থা করে। বৃহস্পতিবার ছিল বউভাত। গোপন সূত্রে খবর পেয়ে অনুষ্ঠানবাড়িতে হানা দেন জেলা প্রকল্প আধিকারিক রিচার্ড লেপচা। পাত্র-পাত্রী দু’জন পালিয়ে গেলেও ন’জনকে আটক করে পুলিশ। পরে বিবাহযোগ্য বয়স না হলে বিয়ে দেওয়া হবে না, এই মুচলেকা দিয়ে আটকদের ছাড়িয়ে আনা হয়।
আলিপুরদুয়ার থানার IC জয়দেব ঘোষ বলেন, “নাবালিকাকে বিয়ে করা ঘোরতর অন্যায়। খবর পেয়ে আমরা দুই পরিবারের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। সাবালিকা না হওয়া পর্যন্ত দু’জনের বিয়ে দেবেন না, এই মুচলেকা পাওযার পর তাঁদের ছাড়া হয়।”
Be the first to comment