শীতকালীন অধিবেশনে সব বিষয়ে আলোচনায় রাজি সরকারঃ নরেন্দ্র মোদী

Spread the love

আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার প্রথা মতো হলো সর্বদলীয় বৈঠক। অধিবেশনে সরকার সব বিষয়ে আলোচনার জন্য তৈরি বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে, বিরোধীরা লোকসভার সাংসদ ফারুক আবদুল্লাকে আটক করা নিয়ে সোচ্চার হন। তাঁদের অধিবেশনের সময় সংসদে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক বলে দাবি জানায় কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।

পাশাপাশি সর্বদলীয় বৈঠকে লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী দাবি জানান, আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি ও কৃষকদের দুর্দশা নিয়ে অধিবেশনে আলোচনা হওয়া প্রয়োজন। জবাবে প্রধানমন্ত্রী জানান, শীতকালীন অধিবেশনে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে সরকার। তাঁর কথায়, অধিবেশনের নিয়মশৃঙ্খলার আওতায় থেকে সরকার সব বিষয়ে আলোচনা করতে রাজি আছে। তবে প্রধানমন্ত্রী এদিন আবেদন জানান, আলোচনা হোক গঠনমূলক।

এদিনের বৈঠকে উপস্থিত ছিল ২৭টি দল। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সরকার পক্ষের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, এলজেপি নেতা চিরাগ পাসোয়ান, সপা নেতা রাম গোপাল যাদব, টিডিপি নেতা জয়দেব গালা-সহ আরও বিরোধীদের আরও অনেকে হাজির হন বৈঠকে। সোমবার থেকে শুরু হয়ে শীতকালীন অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Prime Minister’s Office

Prime Minister attends All Parties Leaders Meeting ahead of Winter Session of Parliament beginning tomorrow

This session of the Parliament will be a special occasion for it will mark the 250th session of the Rajya Sabha : PM

Posted On: 17 NOV 2019 2:11PM by PIB Delhi

Prime Minister Shri Narendra Modi attended the All Parties Leaders meeting here today. Leaders from all major political parties were present on this occasion and they put forth their views on the upcoming session of Parliament.
In his remarks, Prime Minister observed that this session of the Parliament will be a special occasion for it will mark the 250th session of the Rajya Sabha and expressed his happiness that special events and activities were being planned to mark this occasion. Prime Minister emphasized that the 250th session of the Upper House provided a unique opportunity for highlighting the unique strengths of the Indian Parliament as well as the Indian Constitution, in providing an overarching framework of governance institutions for a diverse country like India. The backdrop of the session being held as India celebrates the 150th birth anniversary of the Father of the Nation Mahatma Gandhi also made it a unique and special occasion. 
Prime Minister, while responding to specific issues raised by the representatives of various political parties said that the Government would work together with all parties in a constructive manner to address pending legislations and frame policy solutions for specific issues related to environment and pollution, the economy, the agricultural sector and farmers, and the rights of women, youth and the less privileged sections of society. 
Prime Minister also complemented the Presiding officers of the two Houses for smooth running of the last session of Parliament and observed that this had helped to create a positive impact amongst the people about the functioning of the legislative arm of Government. In this regard, Prime Minister made a particular mention of the energetic participation by first term members of Parliament on discussions related to diverse issues and expressed the hope that constructive engagement between the Treasury and opposition benches will make the present session a successful and productive one.
*
VRRK/AK

(Release ID: 1591856) Visitor Counter : 132

Read this release in: Urdu , Marathi , Hindi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*