উৎসবের মরসুম শেষ হতে না হতেই এবার পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ২ নভেম্বর সব রাজনৈতিক দলকে নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দলের মতামত জানতে এই বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত ৫ জানুয়ারি ২০২৩। সব দলের মতামত নিয়েই এই ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য সংশোধিত ভোটার তালিকা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একগুচ্ছ প্রস্তাব কমিশনকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে খবর।
আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ভোটার লিস্টের সংশোধনের বিষয়টিও এই আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment