আবারও অপসারিত হলেন অলোক ভার্মা। ২/১ মতের ভিত্তিতে অলোককে সরানো হলো। কমিটিতে কংগ্রেস এর মল্লিকার্জুন খার্গে আলোক এর পক্ষে গেলেও ২-১ ভোটে সরানো হলো তাঁকে। জানা গিয়েছে, ভার্মাকে অপসারণে সায় দেন প্রধানমন্ত্রী। কংগ্রেস এর দাবি, রাফায়েল তদন্ত এড়িয়ে যেতেই এটা করা হলো।
আপাতত সিবিআই অধিকর্তা নাগেশ্বর রাও। প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত। ফের প্রমানিত হলো তদন্তে ভয় পাচ্ছে প্রধানমন্ত্রী দাবি জানিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সিলেকশন কমিটির মিটিংএ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট ভার্মার বিরুদ্ধে যায়। আর তারপরই অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও, অলোককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে খবর।
Be the first to comment