যাত্রী বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন

Spread the love

সকাল থেকেই দফায় দফায় যাত্রী বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন। ভাঙচুর চলল ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সেপ্রেসে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আলুয়াবাড়ি জংশনে ট্রেন এমনিতেই প্রায় ঘন্টাখানেক দেরিতে ঢোকে। সেই নিয়ে যাত্রীরা আগেও অভিযোগ করেছিলেন। কিন্তু, সোমবার ট্রেন দেরিতে ঢোকার পরেও একটি জেনারেল কম্পার্টমেন্টের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল।

যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে এমনিতেই স্টেশনে গাদাগাদি ভিড় থাকে। তা ছাড়া অন্যান্য কামরাগুলিতে প্রচুর ভিড় ছিল। নির্দিষ্ট ওই কামরাটিতে যাত্রী তুলনায় অনেক কম থাকলেও দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। বারংবার নিত্যযাত্রীরা গেটের লক খোলার অনুরোধ করলেও সেটা শোনা হয়নি। বরং ভিতর থেকে যাত্রীদের উদ্দেশে নানা কটূ কথা বলতে শোনা গিয়েছে। এমনকি ভিতরের যাত্রীরা কখনও ইনকিলাব জিন্দাবাদ আবার কখনও টিএমসিপি জিন্দাবাদ বলে চিৎকারও করেছেন।

এতে বিক্ষোভ চরমে ওঠে। ট্রেনটির ওই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ভাঙচুর চালাতে শুরু করেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ ও জিআরপি৷ রাজনৈতিক দলের নামে ট্রেনের জেলারেল কম্পার্টমেন্ট দখলের অভিযোগ জানান যাত্রীরা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আরও প্রায় ঘণ্টাখানেক আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে থেকে গন্তব্যে রওনা দেয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*