প্রয়াত হলেন বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর। অমলা শঙ্কর সম্পর্কে বিস্তারিত।
১৯১৯ সালের ২৭ জুন জন্ম হয় বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্করের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্য়ারিসের ইন্টারন্য়াশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই আলাপ শঙ্কর পরিবারের সঙ্গে। উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন তার কিছুদিন পর থেকেই। সেখান থেকেই পথ চলা, তাঁদের বিয়ে হয় ১৯৪২ সালে।
এরপর থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্যতম। তাঁদের প্রথম সন্তান হলেন আনন্দ শঙ্কর এবং কন্যা মমতা শঙ্কর। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয় শঙ্কর। এঝনও তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।
Be the first to comment