জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিলো ৷ তবে, ভারতীয় সেনা তা রুখে দিয়েছে। শুক্রবার ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ সাংবাদিক বৈঠকে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিলো ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথ যাত্রা পথে একটি M-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে। এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা এটা বরদাস্ত করব না।
তিনি আরও বলেন, এখন পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে। কাশ্মীরে শান্তি বিরাজ করছে। জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল ৷ তবে, ভারতীয় সেনা তা রুখে দিয়েছে।
তিনি জানান, কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে আমরা গভীরে পর্যালোচনা করেছি। ৮৩ শতাংশ স্থানীয় অস্ত্র তুলে নিয়েছে। ওরা আগে পাথরবাজ ছিল। আমি সব মাকে অনুরোধ করছি, ৫০০ টাকা পেয়ে যদি আপনার ছেলে নিরাপত্তারক্ষী বাহিনীর উপর পাথর ছোড়ে তাহলে আগামীদিনে সে জঙ্গি তৈরি হবে। তা হতে দেবেন না।
Be the first to comment