২৮ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে সিআরপিএফ। গতবারের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্যে বদ্ধপরিকর নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা জোরদার করতে সিআরপিএফ বিশেষ কয়েকটি স্কোয়াড গঠন করেছে। যার মধ্যে অন্যতম হল মোটর সাইকেল স্কোয়াড। সিআরপিএফ সূত্রে জানা গেছে, যাত্রাপথের বিভিন্ন সংযোগ পয়েন্টগুলিতে মোতায়েন রাখা হবে এই বিশেষ স্কোয়াডের সদস্যদের। জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসেনা ও ভারতীয় সেনার মধ্যে যোগাযোগ রাখার জন্য একটি জয়েন্ট কন্ট্রোল রুম গঠন করা হবে। এছাড়াও প্রতিটি গাড়ির গতিবিধি নজরদারি করতে বিশেষ ‘ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড’ ট্যাগ লাগানো থাকবে। কোনও ধরনের বিস্ফোরক গাড়ির সঙ্গে লাগানো হলেই রাডারে ধরা পড়ে যাবে। সবমিলিয়ে প্রায় ৪০ হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, কাশ্মীরে প্রায় ২০০ জঙ্গি রয়েছে। তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। স্যাটেলাইটের সাহায্যেও তীর্থযাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গেছে।
Be the first to comment