দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলা ধর্মীয় হিংসা নিয়ে আবারও সরব হলেন অমর্ত্য সেন

Spread the love

দেশে ধর্মীয় ভেদাভেদ প্রসঙ্গে আবারও উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ এদিন বিভিন্ন জায়গায় ধর্মীয় হিংসা নিয়েও সরব হন তিনি ৷ বলেন, ভারতীয় সংবিধানে সব ধর্মের স্থান রয়েছে ৷ জানা গিয়েছে, একটি সাক্ষাত্‍কারে দেশে ধর্মীয় হিংসা প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, মানুষকে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে ৷ নির্দেশ না মানলে মারধর করা হচ্ছে ৷ মানবাধিকার নিয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত। ভারতীয় সংবিধানে সব ধর্মের স্থান রয়েছে ৷

প্রসঙ্গত, দেশের ধর্মীয় হিংসা ও অসহিষ্ণুতা নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছেন অমর্ত্য সেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*