২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎবাবুর এই সাফল্যে খুব খুশি ও আনন্দিত আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯৯৮ সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তিনি নোবেল পেয়েছিলেন।
অমর্ত্য সেন বলেন , অন্যদের সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে নোবেল জেতায় আমি খুব খুশি ও আনন্দিত। আমি মনে করি যোগ্যতম ব্যক্তিরাই এবারের নোবেল পেয়েছেন ৷ অভিজিৎ ব্যানার্জি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতির ফোর্ড ফাউন্ডেশন আন্তর্জাতিক অধ্যাপক। ৫৮ বছর বয়সি অভিজিৎ ব্যানার্জি, তাঁর স্ত্রী এস্থার ডুফলো এবং আর এক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ পরীক্ষা মূলক পন্থার জন্য তাঁরা নোবেল পান।
এদিকে ৮৬ বছর বয়সি অমর্ত্য সেন বর্তমানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও দর্শনের অধ্যাপক। ১৯৮৮ সালে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D করেন অভিজিৎ ব্যানার্জি।
Be the first to comment