কলকাতায় নেই অমর্ত্য বাবু। তাই শেষ দেখাও দেখতে পারছেননা প্রয়াত সাহত্যিক নবনীতা দেব সেনকে। এক সংবাদমাধ্যমের ফোনে অমর্ত্য বাবু জানিয়েছেন, “প্রায় রোজই কথা হত নবনীতার সঙ্গে। আমাদের দুই মেয়ের সৌজন্যেই শেষপর্যন্ত যোগাযোগ ছিল ওঁর সঙ্গে।” নবনীতার লেখা, চিন্তা করার ক্ষমতা, যুক্তিবাদী বোধের কথা উঠে আসে অর্থনীতিবিদের গলায়। সঙ্গে একরাশ আফসোস নিয়ে বলেন, “শেষ দেখা দেখতে পারলে ভাল লাগত।”
এদিন শেষ শ্রদ্ধা জানাতে হিন্দুস্তান পার্কে উপচে পড়ে মানুষের ভিড়। যান রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শোভন দেব চট্টোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, লেখিকা বাণী বসু-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। হিন্দুস্থান পার্ক থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে নন্দন চত্বর। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে লেখিকার।
Be the first to comment