পিয়ালি আচার্য,কলকাতা,১১.১১.২৪ :- জলসীমা পাহারায় অতন্দ্র প্রহরী যাঁরা, তাঁরাই সুরের ঝর্নাধারায় মুগ্ধ করলেন উপস্থিত সকলকে। ৮ নভেম্বর কলকাতার হেস্টিংস অঞ্চলের ন্যাপিয়ার রোডে লষ্কর মেমোরিয়ালে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান নেভি ব্যান্ড কনসার্ট। প্রথমেই মুগ্ধ করে দেয় লস্কর মেমোরিয়াল এর স্থাপত্য। ইন্দো – মুঘল – শিল্প শৈলীতে নির্মিত ১০০ ফুট উচ্চতার লস্কর যুদ্ধের স্মৃতি স্তম্ভ এটি। ৮৯৬ জন লস্করের ( ভারতীয় উপমহাদেশের নাবিক) স্মরণে নিবেদিত, যাঁরা প্রথম বিশ্ব যুদ্ধের সময় ব্রিটিশ নৌ বাহিনীর হয়ে যুদ্ধে মারা যান। এই স্মৃতি স্তম্ভ ১০০ বছর আগে লর্ড লিটনের হাত দিয়ে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য( উন্মোচন করা হয়) ।
এই স্মৃতি স্তম্ভের দিনে এক সৌন্দর্য, আবার রাতেও রং বেরঙের LED light এর ছটায় মুগ্ধ করে সকলকে। এই স্মারক স্তম্ভের সামনেই বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম দিয়ে ভারতীয় নৌবাহিনীর ব্যান্ড তাঁদের মিউজিক্যাল জার্নি শুরু করেন। এর পরই কনসার্টটি মার্কিন ফ্যান্টাসি চলচ্চিত্র ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’ র সঙ্গীতে মুগ্ধ করে স্রোতাদের। তারপর জাইলোফোনে অনবদ্য পরিবেশনা ‘ফ্লাইং ফ্যান্সি ‘ । বিদেশি সঙ্গীতের রস আস্বাদন করার ফাঁকে এলো ভারতীয় ডাকতদের গল্প। পর্দায় ফুটে উঠলো জয় বিরু গব্বর বাসন্তীর ছবি।
৭০ এর স্মৃতি ফিরিয়ে দিলো আরডি বর্মণের মিউজিক। পাঠক বুঝতেই পারছেন ১৯৭৫ এর অ্যাকশন অ্যাভেঞ্চার মুভি শোলে এর কথা বলা হচ্ছে। পরিবেশনায় তৃপ্ত দর্শকদের হাত তালি তখন থামানোই যাচ্ছে না। কলকাতায় কনসার্ট হচ্ছে আর কবিগুরু থাকবেন না তা হয় নাকি? ২ টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন INDIAN NAVAL BAND। একটি হলো ‘ আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ‘ (বিদেশিনী নার্স ভিক্টোরিয়া ওকাম্পোর প্রতি ভালবাসায় গাওয়া গান)। ও অন্যটি স্বদেশী গান ‘ একলা চলো রে ‘ যা আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায়। এছাড়া কখনও প্রাচ্য কখনও পাশ্চাত্য কখনও বা ফিউশান এর মাধ্যমে কনসার্ট এগিয়ে চলে।
বিশেষ ভাবে উল্লেখযোগ্য পরিবেশনা ‘Two Little Finches’ , ইংরেজি pop, ‘The good, the bad, the ugly ‘ পরিবেশনা। দেশত্মবোধক ‘TRI – Services song’ , ‘BHART KI BETI’ , শুনে গায়ে কাঁটা দেয়। ভাললাগে ‘joy of life’ , ‘the last of the Mohicans ‘ , ‘hinoldies,’ ‘raag ‘ naata’ ,’sing sing sing’. এই ব্যান্ড পরিচালনার মূল ভূমিকায় ছিলেন lieutenant commander জে.পদ্মানাভন এবং সহকারী শরৎ কুমার সিংহ বাবু। অন্যরাও তাঁদের যোগ্য সঙ্গত করেন। নৌ বাহিনীর অফিসার সৌরভ ও তনুশ্রীর সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে ওঠে।
Be the first to comment