নিজস্ব প্রতিবেদনঃ মুক্তি পেল অ্যামাজন অভিযানের ট্রেলার. বহু প্রতিক্ষীত এই ছবির ট্রেলার মুক্তির প্রায সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায আলোড়ন ফেলেছে। আলোড়ন ফেলাটাই স্বাভাবিক, কারণ শুধু বাংলা ছবি নয, ভারতের সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবির শুটিং অ্যামাজনের দুর্গম জঙ্গলে হয়েছে। চাঁদের পাহাড়ের পাঁচ বছর পর কমলেশ্বর মুখোপাধ্যায় ফের রূপোলী পর্দায হাজির করছেন শঙ্করকে। গল্প পরিচালকের নিজের, কিন্তু অনুপ্রেরনা বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়। গত বছর প্রায দুমাস ধরে দেব সহ ছবির গোটা ইউনিট অ্যামাজনে শুটিং সেরেছে। চাক্ষুষ করেছেন পিরানহা, কুমির সহ একাধিক ভয়ানক জীবজন্তুকে। কিন্তু তাও বাংলা ছবির ইতিহাসের সবথেকে ব্যয়বহুল ছবিটির শুটিং থামেনি। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে উল্লেখযোগ্য ব্যাপার, বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। বলা যেতে পারে, বাংলা ছবিকে এক নতুন পরিচিতি দিতে চলেছেন এসভিএফ প্রযোজিত এই ছবি।
Be the first to comment