এবারের আইপিএলে টপ ফর্মে রয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংসের ওপেনার আম্বাতি রায়াডু। গতবারে আম্বাতি রায়াডু মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এবারের আইপিএলে ধোনির দলে তিনি। আইপিএলের শুরু থেকেই তিনি দারুন ফর্মে। শেন ওয়াটসনের সাথে ওপেনিং -এ জুটি বেঁধে বেশ কয়েকটা ম্যাচে দারুণ শুরু করে চেন্নাইকে জেতাতে বড় ভূমিকা নিচ্ছেন। বুধবার বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর ও ধোনির জুটি জেতায়। তাঁর এই মারাত্মক ফর্মে প্রভাবিত হয়েছেন বিসিসিআই এর নির্বাচকরা। বিসিসিআই প্রধান এম এস কে প্রসাদ জানালেন আগামী ইংল্যান্ড সফরে ওয়ান ডে এবং টি-২০ সিরিজে আম্বাতি দলে ঢুকতেই পারেন। তবে এর আগেও আম্বাতি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ৩৪টি একদিনের ম্যাচ খেলেছেন, ২টি শতরান এবং ৬টি অর্ধশতরানও আছে তাঁর ঝুলিতে। টি-২০তেও খেলেছেন। তিনি যে ভারতীয় দলে ব্যর্থ হয়েছেন তাও বলা যাবে না। চোট আঘাত জনিত কারণেই তিনি বারবার ভারতীয় দলে ঢুকেও ছিটকে গেছেন। আপাতত নতুন ভাবে তাঁকে ভারতীয় দলে দেখার অপেক্ষা।
ফাইল ছবি
Be the first to comment