
রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলার জন্য বড় ঘোষণা অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার। এবার হোটেল ব্যবসায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে তিনি জানান। পাশাপাশি আগামী দিনে বাংলায় ৫ টি হাসপাতাল তৈরি করবে নেওটিয়া গ্রুপ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। বঙ্গে বিনিয়োগের সুযোগ নিতে এই সম্মেলনে এসেছেন দেশ-বিদেশের নামীদামি শিল্প সংস্থার কর্তারা। বলা বাহুল্য, ‘বেঙ্গল মিনস বিজনেস’-এই থিমকে সামনে রেখেই হচ্ছে এবারের শিল্প সম্মেলন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সম্মেলন। বক্তব্য রেখেছেন একাধিক শিল্পপতিরা।
এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বড় ঘোষণা করলেন অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া। তিনি বলেন, ‘বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে। হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগ করা হবে। আগামী দিনে বাংলায় ৫ টি হাসপাতাল তৈরি করবে নেওটিয়া গ্রুপ।’ শুধু তাই নয় নেওটিয়া জানিয়েছেন, ‘ পশ্চিমবঙ্গ জুড়ে পাঁচটি নতুন হাসপাতাল তৈরি করা হবে। তার মধ্যে কলকাতায় তিনটি, দুর্গাপুরে একটি এবং শিলিগুড়িতে একটি। স্বাস্থ্যসেবায় খরচ হবে ১৫০০ কোটি টাকা। পাশাপাশি পর্যটন খাতে অম্বুজা নেওটিয়া গ্রুপ ২,৭০০ কোটি টাকা বিনিয়োগ। মূলত দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ি (ডুয়ার্স), দিঘা, সুন্দরবন, শান্তিনিকেতন এবং রায়চকের মতো পর্যটনকেন্দ্রে গড়ে তোলা হবে সাতটি প্রিমিয়াম হোটেল।’ সেইসঙ্গে বাংলার প্রথম আন্তর্জাতিক মানের গল্ফ টাউনশিপ চালু করতে চলেছে নেওটিয়া গ্রুপ। এরজন্য বিনিয়োগ করা হবে ৫,০০০ কোটি টাকা। এছাড়াও আবাসিক ও বাণিজ্যিক উন্নয়নে বিনিয়োগ হতে চলেছে ৬,৫০০ কোটি টাকা। একথায় বলা যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপ বাংলায় প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।
অন্যদিকে, এদিন বক্তব্য রাখতে গিয়ে বাংলার বিনিয়োগ-বান্ধব পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীব পুরী। তাঁর কথায়,’ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে রাজ্যকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই আমরা আশাবাদী এই মঞ্চ থেকে আগামী দিন রাজ্য আরও সুন্দর হয়ে উঠবে।’ প্রসঙ্গত, আজ থেকে শুরু হয়েছে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলবে টানা ২ দিন। এখানে অংশগ্রহণ করেছেন ৪০ টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা।
Be the first to comment