রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে দাঁড়াল আমেরিকা

Spread the love

রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সরে দাঁড়াল আমেরিকা। ইজরায়েলের বিরুদ্ধে পক্ষপাত এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রশ্রয় দেওয়ার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদেই এই সিদ্ধান্ত। আমেরিকা ৪৭ সদস্যের পরিষদকে রাজনৈতিক প্ক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেছে। মার্কিন প্রতিনিধি বলেছেন, দীর্ঘদিন ধরেই মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষাকারী হয়ে উঠেছে। পৃথিবীর সবথেকে অমানবিক দেশগুলিকে বিচারের বাইরে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে, যাদের মানবাধিকার রেকর্ড ভালো তাদের নানা রাজনৈতিক ছুতোয় আলাদা করে রেখেছে। মেক্সিকোর সীমান্তে পরিবারের থেকে শিশুদের আলাদা করে রাখার জন্য পরিষদের নিন্দার একদিন পরেই আমেরিকা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তারা ভণ্ড আত্মস্বার্থবাদী এই সংগঠনের সঙ্গে না থাকলেও মানবাধিকারের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না বলে জানিয়েছে আমেরিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*