আমেরিকার ওরেগন ও নিউ মেক্সিকোয় বন্দি ভারতীয়দের নামের তালিকা ভারতীয় দূতাবাসে পাঠিয়েছে মার্কিন প্রশাসন। বেআইনিভাবে আমেরিকায় ঢোকার জন্য নিউ মেক্সিকোর জেলে রয়েছে ৪২ জন ভারতীয়। এর আগে ওরেগনের কেন্দ্রীয় কারাগারে ৫২ জন ভারতীয় রয়েছে বলে জানিয়েছে তারা। এদের বেশিরভাগই শিখ। অন্ধ্রপ্রদেশের কয়েকজন ক্রিস্টানও রয়েছে। অভিবাসন সংক্রান্ত বিষয়ে বন্দিদের সম্পর্কে বিদেশি দূতাবাসকে জানায় না মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু ভারতের তরফে এই তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
আমেরিকার তরফে জানানো হয়েছে, মেক্সিকো সীমান্তের কাছে ওর্তেও কাউন্টি জেলে ৪২ জন ভারতীয় আছে। ট্রাম্প প্রশাসন কোনওমতেই বেআইনি আনুপ্রবেশে মদত দেবে না বলে ঘোষণা করায় মনে করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে। বন্দিদের এই নতুন তালিকার সন্ধান পাওয়া যায় ভারতীয় আমেরিকানদের কাছ থেকে। তবে তাদের বেশিরভাগই একা। দালালদের কাছে প্রচুর টাকা দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিল তারা
Be the first to comment