আমেরিকায় তুষারঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। সেই সাথে আমেরিকার দক্ষিণাঞ্চলে নিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে। রাস্তাঘাট বরফের নিচে ঢাকা পড়েছে। বেশ কিছু স্থানের বাসিন্দারা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে এবং সেখানকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর
মঙ্গলবার টেক্সাসে একটি গাড়ি রাস্তা থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। চারদিকে বরফ থাকার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। এতে ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
অপরদিকে, হৌস্টন এলাকায় ডেমেনসিয়ায় আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীকে তার বাড়ির পেছনে মৃত অবস্থায় পাওয়া গেছে। অতিরিক্ত ঠান্ডার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Be the first to comment