
রোজদিন ডেক্স: ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান-সহ সামরিক সরঞ্জাম, তেল ও গ্যাস সরবরাহ করবে আমেরিকা। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, “বাণিজ্য ঘাটতি কমাতে ভারত আমেরিকা থেকে এফ-৩৫ যুদ্ধবিমান-সহ সামরিক সরঞ্জাম এবং তেল ও গ্যাস কিনবে।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন,ওয়াশিংটন শুল্ক নীতির ক্ষেত্রে নয়াদিল্লিকে ছাড় দেবে না।
মার্কিন প্রেসিডেন্ট জানান, আমেরিকা-ভারত এই দুই দেশ সামগ্রিক প্রতিরক্ষা অংশীদারিত্ব সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেন, “এই বছর থেকে, আমরা ভারতে অনেক বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম বিক্রয় বৃদ্ধি করব। শেষ পর্যন্ত আমরা ভারতকে এফ-৩৫ ফাইটার জেট সরবরাহ করার পথও প্রশস্ত করছি।” তিনি আরও জানান, এফ-৩৫ জেটগুলি বিশ্বের সবচেয়ে মারাত্মক। লড়াইয়ে টিকে থাকার ব্যাপারে এগুলি খুব শক্তিশালী যুদ্ধবিমান হিসাবে পরিচিত।
বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়,শুক্রবার) হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্প করমর্দন ও আলিঙ্গন করে মোদিকে অভ্যর্থনা জানান। একই সঙ্গে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে দীর্ঘদিনের ‘মহান বন্ধু’ এবং ‘দারুণ মানুষ’ হিসাবে বর্ণনা করেন।
বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উভয় দেশই একটি বড় বাণিজ্য চুক্তি করার কথা ভাবছে। খুব দ্রুত সেটি কার্যকরী হবে।” তবে মার্কিন পণ্যের উপর ভারত সরকার আরোপিত আমদানি শুল্ককে ‘অত্যন্ত অন্যায্য’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “ভারত আমাদের পণ্যের উপর যেমন শুল্ক আরোপ করবে, আমরাও তেমন করব।” মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের প্রধানমন্ত্রী মোদি ও তিনি এমন এক চুক্তিতে পৌঁছেছেন, যা সম্ভাব্যভাবে ভারতে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে আমেরিকাকে এক নম্বর করে তুলতে পারে। এটি ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস করার ক্ষেত্রে দারুণ পদক্ষেপ হতে পারে।
Be the first to comment