আমফানের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হলো কলকাতার সমস্ত উড়ালপুল৷ পাশাপাশি নিউ টাউনের বিশ্ববাংলা গেটের নীচের রাস্তা৷ কলকাতায় ১৩০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় আমফান৷ তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ও বিধাননগর পুলিশ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহ দফতরের তরফে জানানো হয়েছে, বুলবুল বা ফণীর তুলনায় কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে আমফান৷ ফলে কলকাতাতেও ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ সকাল থেকেই শহরে ঝোড়ো হাওয়া বইছে৷ সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে সব উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ ঝড়ের সময় কোনও দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ৷
একইভাবে বিশ্ববাংলা গেটের নীচে নিউ টাউনের সঙ্গে ই এম বাইপাস ও দমদম বিমানবন্দরের সংযোগকারী রাস্তাও বন্ধ করে দিয়েছে বিধাননগর পুলিশ৷ পথচারীদেরও বিশ্ব বাংলা গেটের নীচ দিয়ে যেতে দেওয়া হচ্ছে না৷ বদলে বিকল্প রাস্তা দিয়ে যান বাহন যাচ্ছে৷
সুপার সাইক্লোনের কথা মাথায় রেখে এ দিন দুপুরের পর কাউকে বাড়ি থেকে না বেরনোর জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমফানের শক্তির কথা মাথায় রেখে তার পরেও কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন৷ কলকাতার বিপজ্জনক বাড়ির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর প্রধান ফিরহাদ হাকিমও এ দিন শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন৷
Be the first to comment