প্রবীণ কমিউনিস্ট ও শ্রমিক নেতা, সি পি আই (এম) পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য, সি আই টি ইউ-র প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মহম্মদ আমিনের জীবনাবসান হয়েছে। প্রাক্তন সাংসদ, যুক্তফ্রন্ট সরকার ও বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী, উর্দু সাহিত্যে সুপন্ডিত কমরেড আমিন স্বাধীনতার পরপরই কমিউনিস্ট পার্টি করার অপরাধে তখনকার পাক সরকারের রোষে পড়ে পূর্ব পাকিস্তানের কারাগারে বন্দী হয়েছিলেন। তাঁর লেখা অজস্র উর্দু শায়েরি ও আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের ধূপছাঁও’ জনপ্রিয় হয়েছে।
Be the first to comment