ভারতে চারটে পাকিস্তান তৈরির দাবি তৃণমূল নেতার, টুইটে অভিযোগ অমিত মালব্যর

Spread the love

নির্বাচনী প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে ৷ আর এই অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ বৃহস্পতিবার সকালে তিনি একটি টুইট করেন ৷ তাতে থাকা ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক তৃণমূল কংগ্রেস নেতা বলছেন যে ৩০ শতাংশ সংখ্যালঘু এক হলে ভারতে চারটে পাকিস্তান তৈরি হতে পারে ৷

এদিন একটি ভিডিয়ো টুইট করেছেন অমিত মালব্যর ৷ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ভাষণ দিচ্ছেন ৷ সামনে ধরা ব্যানার ৷ তাতে একজন প্রার্থীর নাম লেখা ৷ আর ছবি রয়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যদিকে অনুব্রত মণ্ডল ৷

সেখানে ওই ব্যক্তি বলছেন, আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ ৷ আর যারা আছেন, তারা ৭০ শতাংশ ৷ এই ৭০ শতাংশকে নিয়ে তাঁরা গদিতে আসবেন ৷ লজ্জা করা উচিত ৷ এর পরই ওই ব্যক্তিকে ‘চারটে পাকিস্তান’ তৈরি সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘সারা ভারতবর্ষের ৩০ শতাংশ লোককে যদি একদিকে করে দেওয়া হয়, চার চারটে পাকিস্তান তৈরি হবে ৷’’

এর পরও ওই ব্যক্তিকে কিছু কথা বলতে শোনা যায়৷ কিন্তু উপস্থিত মানুষের করতালিতে সেই বক্তব্য ঢাকা পড়ে যায়৷ হাততালি থামার পর শোনা যায় যে তিনি বলছেন, ‘‘আমরা ভারতবর্ষে যত সংখ্যালঘু আছি, তাদেরকে যদি একটা দিক করে দেওয়া হয় চার চারটে পাকিস্তান হবে৷ কোথায় যাবে ভারতবর্ষের এই ৭০ শতাংশ?’’

এই ভিডিয়ো পোস্ট করে টুইটে অমিত মালব্য লিখেছেন, ‘‘গতকাল, তৃণমূল নেতা শেখ আলম বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বাসাপাড়ায় বলেন, ভারতের ৩০ শতাংশ মুসলিম এক হলে তারা ৪ টে পাকিস্তান তৈরি করতে পারে… ৷’’

এর পর অমিত প্রশ্ন তোলেন, ‘‘তিনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁর আনুগত্য দেখাচ্ছেন… ৷ কিন্তু তিনি (মমতা) কি এই অবস্থানকে সমর্থন করেন ?’’ ওই টুইটে আরও একটি প্রশ্ন তুলেছেন অমিত মালব্য ৷ এই প্রশ্নটা তিনি ছুঁড়ে দিয়েছেন বাংলার মানুষের উদ্দেশ্যে ৷ তাঁর প্রশ্ন, ‘‘আপনারা কি এমন বাংলা চান ?’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*