জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর সফরের সুফল। বাড়ল পরিকল্পনা খাতে ব্যয়

Spread the love

সোমবার রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সাফল্যের কথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রীর কথায় ২০১৭-১৮ অর্থবর্ষে এরাজ্যে পরিকল্পনা খাতে ব্যয় হয়েছে ৫৭ হাজার ৭৭৮ কোটি টাকা, যা ২০১০-১১ সালের বাম আমলের তুলনায় পাঁচ গুণ বেশি। আবার মূলধনী খাতে ব‍্যয় ২০১০-১১ সালের তুলনায় সাড়ে আট গুণ বেড়ে হয়েছে ১৯ হাজার ৮৪ কোটি টাকা। পাশাপাশি জিএসটি-র ধাক্কা সামলে এই অর্থবর্ষে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় হয়েছে ৫২ হাজার ৯৭১ কোটি টাকা। সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পেশ করে আসলে অর্থমন্ত্রী বোঝাতে চাইলেন উন্নয়নের পথে সঠিকভাবেই এগিয়ে চলেছে রাজ্য। পাশাপাশি অর্থমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন যে তাঁর এই ঘোষণায় কোন আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়নি, কারণ তিনি নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করছেন না।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*