বৃহস্পতিবার নাড্ডার কনভয়ে হামলায় আহত হয়েছেন মুকুল রায়ও। তাঁর গাড়ি টার্গেট করেও ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ভেঙে যায় গাড়ির কাচ। এমনকি মুকুল রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও গুরুতর আহত হয়েছেন বলে খবর।
এমনকি, হামলায় আহত হন মুকুল রায় নিজেও। জানা গিয়েছে, এক্স-রে পরীক্ষায় তাঁর ডান হাতে চিড় পাওয়া গিয়েছে। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে তাঁর হাতের আঙুলের ছবি দেন মুকুল রায়। রিপোর্টে মুকুল রায়ের ডান হাতে লম্বা একটা চিড় পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই খবর দিল্লিতে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার সকালেই তড়িঘড়ি ফোন আসে মুকুল রায়ের কাছে। ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ১০ মিনিট মুকুল রায়ের সঙ্গে অমিত শাহ কথা বলেন বলে জানা যায়। ডায়মন্ডহারবারে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে বিস্তারিত জানেন বিজেপি নেতার কাছে।
জানা যায়, সেই ফোনালাপেই বাংলায় ফের আসার কথা মুকুল রায়কে অমিত শাহ জানান বলে জানা যাচ্ছে।
Be the first to comment